বরগুনা ব্লাড ডট কমের পক্ষ থেকে সবাইকে স্বাগত।

বরগুনা জেলার মানুষদের অসুস্থতাজনিত সমস্যায় রক্তের প্রয়োজন মেটাতে এই ওয়েবসাইটের উদ্ভাবন। অত্র জেলার সকল আগ্রহী রক্তদাতাদের ডাটাবেজ এখানে সংরক্ষিত রয়েছে। যার যখন রক্তের প্রয়োজন সে তখন সহজেই যাতে রক্তদাতাদের সাথে যোগাযোগ করতে পারে মূলত এই উদ্দেশ্য নিয়েই ওয়েব ডেভেলপার মোঃ কাইয়ুম গাজীর সহযোগিতায় বরগুনা ব্লাড ডট কমের যাত্রা শুরু করেছিলেন সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নুরুজ্জামান। বরগুনা জেলা প্রশাসন বিশেষ করে বর্তমান সম্মানিত জেলা প্রশাসক হাবিবুর রহমান এর নেতৃত্বে এই ওয়েবসাইটটির কার্যক্রম এগিয়ে যাচ্ছে। এই প্রকল্পটি বরগুনা জেলা প্রশাসনের ইনোভেটিভ প্রকল্পগুলোর মধ্যে অন্যতম একটি উল্লেখযোগ্য প্রকল্প।

আপনাদের সবার সহযোগিতায় বরগুনা ব্লাড ডট কম সফলভাবে এগিয়ে যাবে এমন প্রত্যাশা নিয়ে আমরা নিরলস কাজ করে যাচ্ছি।